চৌগাছা প্রতিনধি
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গতকাল মঙ্গলবার শহরের প্রেসক্লাব চত্তরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ শেষে শহরে একটি মিছিলে করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ।
উপিজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও নুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, সহকারী সেক্রেটারি রহিদুল খান, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহ আলম প্রমুখ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।