ক্রীড়া ডেস্ক:
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আসরের ফেভারিট ছিল আর্জেন্টিনাই। মরক্কোও কম যায়নি। তারাও সেমিফাইনালে লড়াই করে ফাইনালে উঠেছে। শিরোপা নির্ধারণী লড়াইয়েও দাপট দেখালো আফ্রিকার দেশটি। ১৮ বছর পর ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না মেসিদের উত্তরসূরীদের। ২-০ গোলে জিতে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতলো মরক্কো।
চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জিতল দেশটি। মহাদেশটির প্রথম দল হিসেবে ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল ঘানা।
আর্জেন্টিনার বিপক্ষে ১২ মিনিটেই লিড নিয়ে নেয় মরক্কো। জাবিরির গোল ঠেকাতে সামনে এগিয়ে গিয়ে ফাউল করেন আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি। রিভিউ দেখে আর্জেন্টিনার গোলরক্ষককে হলুদ কার্ড দেন রেফারি, মরক্কো পায় ফ্রি কিক। ১২ মিনিটে সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন জাবিরি।
এরপর প্রথমার্ধের ২৯তম মিনিটে ফের এগিয়ে যায় মরক্কানরা। ডি বক্সের ডান প্রান্ত থেকে ২৯ মিনিটে মাম্মার তুলে দেওয়া বলে ভলি শটে জাল খুঁজে নেন জাবিরি।
ফাইনালের ২টিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। তবে গোন্ডেন বুট জেতা হয়নি। তার সমান ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকিও। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পেয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।