চৌগাছায় ভোক্ত অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

অক্টোবর 23, 2025

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযানে আইসক্রিম ফ্যাক্টাারিতে এক লাখ টাকা জরিমানা করে আদায় করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা রোডের ছুটিপুর স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এই ফ্যাক্টারিতে। অভিযানের সময় দেখা যায় ‘কমলা আইসক্রিম ফ্যাক্টরি’তে প্রাণ কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে আইসক্রিম, রোবো এবং কোল্ড ড্রিংকস প্যাকেটজাত করা হচ্ছিল।
তিরি আরো জানান, “ফ্যাক্টরিটি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাছাড়া ফ্যাক্টরির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে অদক্ষ শ্রমিক দিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের পণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং কিডনি পর্যন্ত নষ্ট করতে পারে।”
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করার অপরাধে আরও ৫০ হাজার টাকা—মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফ্যাক্টরি মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন