চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে।
গতকাল শুক্রবার ২৪ অক্টোবর সকাল ১০ টার দিকে চৌগাছা – কোটচাঁদপুর সড়কের জাহাঙ্গীরপুর এলাকায় ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এসময় দুইজন কিশোর নিহত হয়। আহত হয় আরও দুইজন।
নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন (১৬) এবং একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল (১৬)। তারা রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিল।
আহতরা হলেন ব্রাক ব্যাংকের কর্মকর্তা ও কেশবপুর উপজেলার বাসিন্দা মিজানুর রহমান এবং ট্রলি চালক রুবেল হোসেন।
আহত মিজানুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইমন ও আশরাফুল দুজন বন্ধু। তারা মোটরসাইকেল যোগে চৌগাছা যাচ্ছিলেন। তাদের চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান ও ট্রলির চালক রুবেল আহত হন।

খবর পেয়ে৷ দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।