জানুয়ারি 28, 2026

ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন

অক্টোবর 30, 2025

 

বিডি নিউজ ডেস্ক

যশোরের ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা শ্বশুর খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

নিহতের নাম মহিউদ্দিন (৭০) উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের বিয়ে হয় তিন বছর আগে। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। রবিবার রাত ৯টার দিকে তবিবর তার ৫-৬ সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে সাবেক স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মহিউদ্দিন ও পরিবারের সদস্যরা বাধা দিলে তবিবর ও তার দল চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আত্মীয় আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করলে তবিবরের সঙ্গে থাকা দুইজন আহম্মদ আলী (২৬) ও মোহন (৩০) গণপিটুনিতে আহত হন।

আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন