বিডি নিউজ ডেস্ক:
নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় হওয়া চারটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সঙ্গে এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে আদালতে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে নড়াইলের কালিয়া ও নড়াগাতী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রত্না সাহা ও মারুফ হাসান পৃথকভাবে এ আদেশ দেন। পরে তাঁকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক সরেস চন্দ্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী ও আদালত পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে কবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। ছয় দিনের রিমান্ড শেষে ১ অক্টোবর আদালতে হাজির করলে তাঁকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
সুত্র: প্রথম আলো