নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকালে পৌরসভার দুর্গাপুর এলাকানড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকালে পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রকিবুজ্জামান পলাশ পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান নান্নুর ছেলে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) জামিল কবির বলেন, ‘নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।