ডিসেম্বর 6, 2025

পাকিস্তানে আদালতের সামনে বিষ্ফোরণ, নিহত ১২

নভেম্বর 11, 2025

ডেস্ক নিউজ :

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে ১২ নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদের পুলিশ।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, এটি কী ধরণের বিস্ফোরণ ছিল, সেটি এখনো স্পষ্ট নয়। আমরা তদন্ত করছি। ফরেনসিক দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে।

ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে এই বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত প্রচুর মানুষের ভিড় থাকে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ঘটনাস্থলের বেশ কিছু রক্তাক্ত ছবি দিয়েছে, যেখানে পুলিশ ভ্যানের কাছে রক্তাক্ত মানুষ পড়ে আছেন।

বি/এ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন