বিডি নিউজ ডেস্ক
না ফেরার দেশে চলে গেলেন সংগীত প্রিয় বাউল শিল্পী আব্দুর রহমান গাজী (৫৫)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার একটি বে-সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি আরাজি ডুমুরিয়া গ্রামের বাটপাড়া এলাকার আঃ রহিম গাজীর ছেলে।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। আব্দুর রহমান ডুমুরিয়ার ঝরাফুল বাউল একাডেমির অন্যতম সদস্য ছিলেন। তিনি মিষ্টভাষী, সদালাপী, বিনয়ী এবং নিরহংকার মানুষ ছিলেন।
ঝরাপাতা বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান খান জানান, একাডেমির একজন নিবেদিত এবং সকলের প্রিয় মানুষ ছিলেন রহমান গাজী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পীরা।