চৌগাছা (যশোর) প্রতিনিধ
চৌগাছার মশ্বমপুর গ্রামের বকুল হোসেনকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় বিজিবি হাবিলদার শহিদুলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার বকুল হোসেনের স্ত্রী শাহানারা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
আসামি হাবিলদার শহিদুল ৪৯ ব্যাটলিয়ন বিজিবি যশোরের চৌগাছার উপজেলার আন্দুলিয়া ক্যাম্পে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বকুল হোসেন শাহজাদপুর বিজিবি ক্যাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাবিলদার শহিদুল গাড়ি চালিয়ে যাওয়ার সময় অসতর্কতাবশত বকুল হোসেনকে চাপা দেন। এতে বকুল হোসেনের কোমরের হাড় ভেঙে যায় এবং তলপেট কেটে ভুড়ি বের হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল নিয়ে ভর্তি করা হয়।
এসময় স্থানীয় লোকজন বিজিবি’র গাড়ি আটক করে হাবিলদার শহিদুলের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তিনি ক্ষতিপূরণ দিতে টালবাহনা করেন এবং এক পর্যায়ে সেখান থেকে চলে যান। বকুল হোসেনের চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। এ টাকা বকুলের স্ত্রী আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে পরিশোধ করেছেন। এ টাকা দিতে দিতে তিনি হিমশিম খাচ্ছেন। বিষয়টি আসামির সাথে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।