ডিসেম্বর 6, 2025

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

অক্টোবর 30, 2025

বিডি নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধানের গোলাঘর থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে দৌলতপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক আতাউর রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বিওপির সদস্যরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ধান রাখার একটি গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, “আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”

টপিক :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন