ডেস্ক নিউজ
যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনায় চৌগাছা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়া মাঠ এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাউলী গ্রামের আব্দুস সালামের মালিকানাধীন ৭ বিঘা জমিতে যাতায়াতের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে তিনি ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন এতে বাধা দেয় এবং একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়।
এজাহারে উল্লেখ করা হয়, আলী কদরের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র, গাছিদা, লোহার রড ও লাঠিশোটা নিয়ে আব্দুস সালামের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুস সালামের স্ত্রী শাপলা খাতুনের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। হামলায় আব্দুস সালাম নিজেও লোহার রডের আঘাতে আহত হন।
এছাড়া মারপিট ঠেকাতে গেলে প্রতিবেশী অমিত হাসান দিপ্ত ও জিলকত আলী নামের দুই যুবককে ও মারধর করা হয়। এ সময় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। স্থানীয়রা শাপলা খাতুন, অমিত হাসান দিপ্ত, আব্দুস ছালামসহ আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”