ডিসেম্বর 6, 2025

স্থান :

/

/

চৌগাছায় ৩ দোকানে চুরি নগদ টাকা ও মালামাল চুরি

নভেম্বর 14, 2025

চৌগাছা থেকে,

যশোরের চৌগাছায় ৩টি দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছে চোরেরা। বৃহস্পতিবার রাতে পৌর শহরের শফি উদ্দীন মল্লিক মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা এ মার্কেটের ৩টি দোকানের শার্টার ভেঙ্গে নগদ ২ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা এ মার্কেটের চৌগাছা ডিজিটাল ষ্টিডিও, আল্লাহর দান হোমিও হল ও সুমন গার্মেন্টসের শার্টার ভেঙ্গে চুরি করে।

চৌগাছা ডিজিটাল ষ্টিডিওর মালিক রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার বাজার বন্ধের দিন ছিলো। তাই দোকান সারাদিন বন্ধ ছিলো। সন্ধ্যায় দোকান খুলে রাত ৯ টার দিকে বন্ধ করে বাড়ীতে চলে আসি। পরে শুক্রবার সকালে পাশের দোকানী আমার মোবাইলে খবর দিলে আমি দোকানে আসি। চোরেরা শার্টার ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙ্গে ১ লাখ ১৫ হাজার ৫শ টাকা চুরি করে। আল্লাহর দান হোমিও হলের মালিক শরিফুল ইসলাম বলেন, চোরেরা শার্টার ভেঙ্গে ভিতরে ঢুকে। এ সময় চোরেরা ক্যাশ ভেঙ্গে ১ লাখ ৬৩ হাজার টাকা চুরি করে। পরে চোরেরা সুমন গার্মেন্টসের শার্টার ভেঙ্গে ভিতরে ঢোকে।

১ অক্টোবর ভোর রাতে চোরেরা পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মজিদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি চোর ধরার জন্য পুলিশ অভিযান চলছে।

এ/ আর ১৪ নভেম্বর

টপিক :

স্থান :

/

/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো দেখুন