ডেস্ক নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১১ টায় সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনাড়ম্বর পরিবেশে দিবসটি পালন কর হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার।
টিটিসি ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত সরাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাংক ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মোঃ রাশেদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিদেশগামী এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গসহ, উপজেলার একাধিক দপ্তরের অফিসার, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা , মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।